Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ড. কিসিঞ্জার চাকমা

                                    


কিসিঞ্জার চাকমাজেলা প্রশাসকচুয়াডাঙ্গা এর প্রোফাইল

১। ড. কিসিঞ্জার চাকমা বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১২ সালে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এবং পরবর্তীতে ২০১৩ সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে দাগনভূঞা উপজেলায় কর্মরত থাকাকালীন তিনি জাপান সরকারের  Japan Human Resources Development Scholarship তথা JDS Scholarship প্রাপ্ত হয়ে পরিবেশ বিজ্ঞানে ২য় মাস্টার্স ডিগ্রী অর্জন করার জন্য জাপান গমন করেন। উল্লেখ্য ড. কিসিঞ্জার চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইন্সটিটিউট হতে সমুদ্র বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০০৬ সালে Common wealth Scholarship এর আওতায় University of Stirling, U.K. হতে Aquatic Resources Development বিষয়ে একবছর মেয়াদী বিশেষ কোর্স সম্পন্ন করেন। সরকারি চাকরিতে প্রবেশের পূর্বে তিনি European Commission Humanitarian Aid (ECHO)-এর প্রকল্পের আওতায় ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা Handicap International -এ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

২। জাপানের University of Tsukuba হতে ২০১৫ সালে M.Sc. in Environmental Science ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন এবং ফেনী জেলার ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়িত হন। তিনি ২০১৮ সালে ডক্টরেট ডিগ্রীতে অধ্যয়নের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাপান সরকারের JDS Scholarship প্রাপ্ত হন। PhD অধ্যয়নের জন্য জাপান গমনের পূর্বে তিনি ২০১৮ সালের জুলাই হতে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি জাপানের University of Tsukuba তে Doctoral Program in Sustainable Environmental Studies এর আওতায় PhD অধ্যয়নের জন্য জাপান গমন করেন। তিন বছর অধ্যয়ন শেষে তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে PhD in Environmental Studies ডিগ্রী অর্জন করেন। জাপানে অধ্যয়নত অবস্থায় ২০২১ সালে তিনি বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে দেশে ফিরে এসে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়িত হন। ২০২৩ সালের ১০ জুলাই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০২.২২.২৬৬ সংখ্যক স্মারকের প্রজ্ঞাপন মূলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা হিসেবে আদেশ প্রাপ্ত হয়ে তিনি ২৪ জুলাই ২০২৩ তারিখে চুয়াডাঙ্গায় যোগদান করেন।

৩। PhD অধ্যয়নকালে তিনি জাপানের Professor Dr. Kenichi Matsui এর তত্ত্বাবধানে বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করেন। গবেষণালদ্ধ ফলাফলের ভিত্তিতে তিনি “A Study on Climate Victim Rehabilitation in Bangladesh: Improving Local Capacities for Resettlement Challenges in the South east Coast” শীর্ষক থিসিস রচনা করেন। PhD অধ্যয়নকালীন তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের  Honolulu, Hawaii ও Greenville এবং কানাডার Vancouver-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন। সুইজারল্যান্ডভিত্তিক Sustainability এবং Climate -শীর্ষক আন্তর্জাতিক জার্নালে তাঁর দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। PhD অধ্যয়নকালীন তিনি University of Tsukuba-তে Masters পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Human Geography শীর্ষক Intensive Course এর Guest Lecturer হিসেবে দায়িত্ব পালন করেন।

৪। পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি ইতোমধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, জাপান, ভিয়েতনাম ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন।  তিনি ২০১০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, ঢাকাতে অনুষ্ঠিত ৭৩তম আইন ও প্রশাসন কোর্সে অলরাউন্ড নৈপুণ্যের জন্য Director General’s Award (DG Award) লাভ করেন। ব্যক্তিগত জীবনে ড. কিসিঞ্জার চাকমা বিবাহিত। তাঁর স্ত্রী পুলিশ সুপার পদমর্যাদায় ডিসি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। তাঁদের একমাত্র সন্তান ৬ষ্ঠ শ্রেণিতে চট্টগ্রামে অধ্যয়ন করছে।

ড. কিসিঞ্জার চাকমা কর্তৃক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র দেখতে ক্লিক করুন:

 ১)Sustainability 2021 ((https://doi.org/10.3390/su13147788);

২)Climate 2022 (( https://doi.org/10.3390/cli10070105 )