Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে
Details

#১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।


কুইজের বিষয়বস্তুঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত "#অসমাপ্ত #আত্মজীবনী" গ্রন্থ।


কুইজে অংশগ্রহণের জন্য নীচের লিংকে ক্লিক করুনঃ
https://docs.google.com/…/1FAIpQLSfJccNR0550Yox8U…/viewform…
 

অংশগ্রহণের নিয়মাবলীঃ
* শুধু চুয়াডাঙ্গা জেলার স্হায়ী বাসিন্দাগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। চুয়াডাঙ্গা জেলার অধিবাসী কিনা এটির প্রমাণস্বরূপ যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যাদের নেই তারা জন্মনিবন্ধন নম্বর এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
* শুধু Gmail ইমেইল এ্যাড্রেস দিয়ে লগইন করে অংশগ্রহণ করতে হবে। একটি Gmail দিয়ে শুধু একবারই অংশগ্রহণ করা যাবে।
* প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় ১২ আগস্ট, ২০২০ রাত ০৮.৩০ টা থেকে রাত ০৯.৩০ টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে বা পরে লিংকটি কাজ করবে না।
* প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সকল তথ্য আবশ্যিকভাবে পূরণ করতে হবে। এরপর মূল কুইজে অংশ নেয়া যাবে।
* কুইজের উত্তর একবার সাবমিট করলে পরবর্তীতে আর পরিবর্তন করার সুযোগ থাকবে না।
* মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূণ্য দশমিক দুই পাঁচ) নম্বর কাটা যাবে।
* রেজাল্ট পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার ওয়েবসাইটে এবং জেলা প্রশাসকের নিজ ফেসবুক পেইজে জানিয়ে দেয়া হবে।
* জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গায় কর্মরত কোন কর্মকর্তা বা কর্মচারী এবং এই প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি অংশ নিতে পারবেন না।
* এই প্রতিযোগিতা সংশ্লিষ্ট যে কোন বিষয় পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা সংরক্ষণ করে। যে কোন বিষয়ে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আয়োজনেঃ জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা।

Images
Attachments
Publish Date
12/08/2020
Archieve Date
31/08/2020